নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের ভৈরবে পরকিয়ার জেরে নবী হোসেনকে হত্যার দায়ে এক নারীসহ দুইজনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে খালাস দিয়েছে আদালত। সেই সাথে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
আজ (সোমবার) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিজেশ্বর এলাকার মোহন পাঠানের মেয়ে সুমনা বেগম শিলা (২৮) ও কাজী মনির মাষ্টারের ছেলে কাজী নজরুল ইসলাম (৩৫)। আদালতে কাজী নজরুল ইসলাম উপস্থিত থাকলেও সুমনা বেগম শিলা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় জেলার কাজী মনির মাষ্টারের ছেলে কাজী নজরুল ইসলামের সুমনা বেগম শিলার বিবাহের পর দুইজনের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে সুমনা বেগম শিলা কিশোরগঞ্জের ভৈরবে ভাড়া বাসায় থাকাকালিন নবী হোসেনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। নবী হোসেনের সাথে প্রেমের সর্ম্পক চলাকালিন আবারও নজরুল ইসলামের সাথে সুমনার পুনরায় প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।
এরই জেরে নবী হোসেন ও নজরুল ইসলামের সাথে বিরোধের সৃষ্টি হয় এবং নজরুল ইসলামকে সাথে নিয়ে সুমনা বেগম শিলা তার ভাড়া বাসায় নবী হোসেনকে ডেকে নিয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা করে।