নিজস্ব প্রতিবেদকঃ
চার পা-তিন হাত বিশিষ্ট শিশুর জন্ম, কয়েক ঘণ্টা পরই মৃত্যু
কক্সবাজার জেলা সদর হাসপাতালে মহেশখালীর এক দম্পতি চার পা ও তিন হাত বিশিষ্ট এক শিশু জন্ম দিয়েছেন। তবে জন্মের কয়েক ঘণ্টা পরই হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে, শিশুটির জন্ম হলেও দুপুরে হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানা যায়। মহেশখালী উপজেলার মোঃ জহির ও ইসরাত জাহান দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়।
কক্সবাজার সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক শিরিন আক্তার জাহান বলেন, সকাল ১১টার দিকে অপারেশনের মাধ্যমে শিশুটি মায়ের পেট থেকে বের করে আনা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে শিশুটির চার পা ও তিন হাত রয়েছে। অসুস্থ শিশুটিকে আইসিইউতে রাখা হলেও দুপুরের দিকে শিশুটির মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মায়ের গর্ভে মাত্র ২৮ সপ্তাহের বয়সী হওয়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে শিশুটির মাকে বাঁচাতে অপারেশন কোন বিকল্প ছিল না। তবে শিশুটির মা চিকিৎসাধীন থাকলেও আশংকামুক্ত আছেন বলে জানান চিকিৎসক শিরিন আক্তার।
শিশুটির বাবা মোঃ জহির বলেন, সোমবার (২৫ জানুয়ারি) তার স্ত্রীর ব্যাথা শুরু হলে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণের পরামর্শ দেন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে আমি স্ত্রীকে চমেকে নিয়ে যেতে পারিনি। সোমবার সন্ধ্যায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করি।
তিনি আরো জানান, মঙ্গলবার সকালে অস্ত্রপচারের মাধ্যমে শিশুর জন্ম হয়। কিন্তু কয়েক ঘন্টা ব্যবধানে তার মৃত্যু হয়।