নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার চরআঞ্চল বক্তাবলি রামনগর এলাকায় জামাল হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাত করে উল্ট আহতের বিরুদ্ধে মামলা করতে এসে পুলিশে জালে ধরা পড়ে দুই যুবক ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) আহতের বড় ভাই আবুল হোসেন বাদি হয়ে গ্রেপ্তারকৃত দুজনসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে।
এর আগে সোমবার বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকা জামাল হোসেন নামে যুবককে ছুরিকাঘাত করে আহত করে থানায় মামলা করতে এসে ধরা পড়ে তারা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জামালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আহত জামাল হোসেন (৩০) বক্তাবলী ইউনিয়নের রামনগর গ্রামের মৃত. আমির হামজার ছেলে।
মামলার বাদি আবুল হোসেন জানান, সোমবার রাতে প্রতিবেশী সলিমউদ্দিনের বাড়িতে গান বাজনার অনুষ্ঠান চলাকালে স্থানীয় মাদক ব্যবসায়ীরা এসে গান বন্ধ করার জন্য হুমকি দেয়। এসময় তার ভাতিজা শুভ (১৮) প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে মারধর করে চলে যায়।
পরে শুভ’র চাচা জামালকে রাস্তায় পেয়ে তার বুকে ও পেটে এলোপাথারী ছুরিকাঘাত করে সড়কের পাশে ফেলে দেয়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জামাল ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, দুজন ব্যক্তি থানায় আসে মারধরের মামলা করার জন্য। বিষয়টি সন্দেহ হলে খোঁজ খবর নিয়ে জানতে পারি তারা এক যুবককে ছুরিকাঘাত করে থানায় এসেছে। এরপর তাদের গ্রেপ্তার করে ঘটনা স্থালে পুলিশ পাঠিয়ে ছুরিকাঘাতের সত্যতা পেয়ে মামলা গ্রহণ করেছি। পলাতক অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।