নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামে শিশু ধর্ষণের ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় নামধারী নেতা আমিরুল ইসলাম।
এলাকবাসী সূত্রে প্রকাশ, শনিবার সকালে কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত আরজুল্লা মন্ডলের ছেলে ইসলাম মন্ডল ঐ গ্রামের দরিদ্র আলি হোসেনের শিশু কন্যা মাঠে খড়ি কুড়াতে গেলে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঐ মেয়ে বাড়ি এসে তার পিতামাকে বিষয়টি জানালে এলাকাবাসী এ বিষয়ে অবহিত হয়ে ফুঁসে উঠে। একই গ্রামের নামধারী নেতা মৃত ইলাহী সরদারের ছেলে আমিরুল ইসলাম লম্পট ইসলামের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে।
ভিকটিমের পিতা জানায়, তাদের গ্রামের নেতা আমিরুল বিষয়টি মিটিয়ে দেবেন বলে আমাদের কাছ থেকে সময় নিয়েছে। এমনকি থানায় তাদের অভিযোগও করতে দেয়নি।