নিউজ ডেক্সঃ
তরুণ পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে ধাক্কা দেওয়া মাইক্রোবাসের চালক মো. দারুস সালামের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ আগামী ২৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
সোমবার (১ ফেব্রুয়ারি) এ মামলায় চার্জ শুনানির তারিখ ধার্য ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।
গত ৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী আদালতে চার্জশিট দাখিল করেন।
গত ৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিংয়ের সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন পর্বতারোহী রেশমা নাহার রত্না। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেশমার দুলাভাই মো. মনিরুজ্জামান মামলা দায়ের করেন।