বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা কমিটি’র সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চুর বাসায় চুরি হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকায় আনুমানিক বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটেছে।
চোররা একটি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ২ টা স্বর্ণের আংটি, ৫ বরি ওজনের ২জোড়া রুপার নুপুর এবং নগত ১ লক্ষ ৩০ হাজার টাকা সহ প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চু জানান, গত রবিবার আমি নিউজের কাজে বাহিরে ছিলাম। পরে বিকেলে আমার স্ত্রী ঘরে তালা লাগিয়ে বাজারে যান বাচ্চার ওষুধ কিনতে, ওষুধ কিনে বাসায় ফিরে এসে দেখে ঘরের তালা ও আলমারি তালা ভাঙা। পরে ফোন পেয়ে বাসায় এসে চুরির আলামত দেখে, শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
তিনি আরও জানান, স্টিলের আলমারির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
ধারণা করাযায় আশপাশের পরিচিত লোকজন পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহসিন হোসাইন বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।