৩ মাসের শিশুকে হত্যা করলেন মা,বাড়ির ল্যাট্রিন থেকে লাশ উদ্ধার পুলিশের।
পিন্টু কুমার সরকার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর ধুমাইটারীর জাকারিয়া পাড়ায় তিন মাস বয়সের শিশু নুর হাওয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে নিজ বাড়ীর টয়লেট থেকে উদ্ধার করা হয়।এঘটনায় শিশুটির মা তানজিলা বেগমকে আটক করেছেন থানা পুলিশ। নিহত শিশু নুর হাওয়া পৌসভার ৬নং ওয়ার্ড উত্তর ধুমাইটারী গ্রামের নুর ইসলামের মেয়ে।থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান শিশুর লাশ উদ্ধার ও শিশুর মা আটক বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার শিশুটি হারিয়ে যায় এমন অভিযোগ থানায় দেন তার বাবা এবং অসুস্থ মাকে ভর্তি করান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।তাৎক্ষণিক সুন্দরগঞ্জ থানা পুলিশ ও তাদের বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে ঘটনার চুলছেড়া বিশ্লেষণ শুরু করেন।আসেপাশের বিভিন্ন লোকজন ও শিশুটির প্রতিবেশীদের সাথে কথা বলে ঐ এলাকায় খোঁজ নিতে থাকে পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে রবিবার শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায় তিনি হত্যার দায় স্বীকার করেন। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারি শনিবার বিকালের পর থেকে কেউ শিশুটিকে দেখে নি। কেউ বাচ্চার কথা জিজ্ঞাসা করলেই বাচ্চার বলতো শিশুটি ঘরে ঘুমিয়ে আছে। ধারণা করা হচ্ছে শনিবার বিকালের কোন এক সময় বাচ্চাটিকে হত্যার পরে ল্যাট্রিনে ফেলে দেন মা। এরপর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সন্ধ্যায় বাচ্চা খুজে পাওয়া যাচ্ছে না বলে প্রচার শুরু করেন। শনিবার রাতেই ঘটনা স্থলে পুলিশের একটি দল, সাংবাদিক ও স্থানীয়রা আসেন। ঘটনার বিস্তারিত শুনে প্রাথমিকভাবে ধারণা করা হয় শিশুটির পরিবারের লোকজনই শিশুটিকে গুম করে রেখেছে। কিন্তু বাবা মা দুজনেই অসুস্থ থাকায় পরদিন রবিবার তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন সুন্দরগঞ্জ থানা পুলিশ। শিশুটির মা হত্যার কথা স্বীকার ও শিশুটির লাশের অবস্থান জানালে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুলবুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশ বাড়ির আধাপাকা ল্যাট্রিনের ভিতর থেকে তিন মাস বয়সী শিশুটির লাশ উদ্ধার করেন৷ এ ঘটনায় এখন পর্যন্ত সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও ঘাতক মা কে আটক করা হয়েছে।