নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় পিকআপ চাপায় নিহত হলেন রুমা (২১) নামের নারী শ্রমিক।
ঘটনাটি ঘটেছে বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ঢাকা-ময়মনসিংহ সড়কের সিডষ্টোর উত্তর বাজারের পলাশ ফিলিং স্টেশনের সামনে। নিহত রুমা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কাইজ্জার দেওয়ানীপাড় এলাকার লাল মাহমুদের স্ত্রী।
জানা যায়, নিহত রুমা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের এতিমখানা এলাকায় অবস্থিত হামিদ ফ্যাশনের নারী শ্রমিক। সে বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ পিকআপসহ নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ তৈমুর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা গেলেও এর চালককে আটক করা যায়নি।