নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে তুচ্ছ ঘটনায় এক যুবককে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। নিহত সাদেক মিয়া (৩১) শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বাঁকাকোরা গ্রামের মো: শাহ আলমের সন্তান। সে গাজীপুরের ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।
পুলিশ বলছে, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। সালাম না দেওয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল। অভিযুক্ত কাওসারকে গ্রেফতারে অভিযান চলছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে গাজীপুর শহরের মধ্য ছায়াবিথি এলাকার একটি মুদি দোকানের সামনে সাদেকের সঙ্গে কাওসারের তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কাওসার ধারালো অস্ত্র দিয়ে সাদেকের গলায় আঘাত করলে আহত হন। স্থানীয়রা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। সালাম না দেওয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল।
তিনি আরো জানান, অভিযুক্ত কাওসার গাজীপুর শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।