নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে রিসোর্টে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত জাহিদ মৃধা(৪২) বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবউলা গ্রামে।
শুক্রবার গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
পুলিশ জানান, জাহিদকে বৃহস্পতিবার ঢাকার নিকুঞ্জ থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মদ সরবরাহ করার কথা স্বীকার করেছে।
গত ২৮ জানুয়ারি ঢাকার ফোরথট পিআর ও এশিয়া টেক্সফার্ম নামক প্রতিষ্ঠানের ৪০ জন শ্রীপুরের রাজাবাড়ী এলাকার সাবাহ রিসোর্টে ভাড়া নিয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত অবস্থান করেন।
সেখান থেকে ফেরার পথে ১৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে তিন দিনে তিনজনের মৃত্যু হয়।
তারা রিসোর্টে অবস্থানকালে বিষাক্ত মদ পান করেছিলেন বলে জানা যায়। সুস্থ হওয়া কয়েকজন বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি জেলা ডিবি তদন্ত করছেন।