নিজস্ব প্রতিবেদক :
বন বিভাগের গেজেট সমস্যা সমাধান, মিথ্যা বন মামলা প্রত্যাহার সহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন।
শুক্রবার( ৫ ফেব্রুযারী) বিকেলে ৩ টা থেকে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসূচি পালিত হয়।
এ্যাডঃ তোফাজ্জল হোসেন শাহীনের সভাপতিত্বে বাংলাদেশ নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড.এ কে এম রিপন আনসারি।
বিশেষ অতিথি ছিলেন এমদাদুল হক সহকারী অধ্যাপক ভাবানীপুর মুক্তিযোদ্বা কলেজ, ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, যুগ্ম সম্পাদক বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির, মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, সমন্বয়ক ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি, খোরশেদ আলম সাধারণ সম্পাদক নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখা, এ্যাডঃ আরিফ ভূঁইয়া, ছাইদুর রহমান হিমু,শাহ পরান ফরাজি, লুৎফর মন্ডল, সোহেল রানা, আলীমুদ্দিন, রুবেল সরকার, হৃদয় হাসান, গোলজার হোসেন, সিরাজুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্ধ।
নাগরিক সমাবেশে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, বাংলাদেশ মুক্তি যুদ্ধ মঞ্চ, ভূমিহীন সমবায় সমিতি, অগ্নী তরুণ সেচ্ছাসেবী সংগঠন সহ আরও একাধিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।