মোঃআব্দুল বাতেন বাচ্চু,
সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার মুরাদনগরে নির্যাতনের শিকার হয়ে হাত-পা দুটি আজ পঙ্গুপ্রায়। আর এই পঙ্গুত্ব ঘোছাতে প্রায় দীর্ঘ ৬ মাস ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা নিতে হয়েছে সাংবাদিক শরিফ চৌধুরীর।
নিজ ঘরের সামনে মুক্তিযোদ্ধা বৃদ্ধ পিতা ও মাতাকেও মারধর অপদস্থ, লাঞ্ছিত করেছিল কুখ্যাত চেয়ারম্যান শাহজাহান বাহীনি।
আগামি সপ্তাহে শরীফের দ্বিতীয়বারের মত অপারেশন হচ্ছে।
শরীফ চৌধুরীকে সম্প্রতি অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। ফলে শরীফ এখন আর একা নয়।
শরীফ দৈনিক সমকাল এবং ভোরের কাগজে দীর্ঘদিন ধরে মুরাদনগর প্রতিনিধি হিসেবে কাজ করছে।
পুরোটা সুস্থ্য হয়ে শরীফ আবারো কলম চালাবে ওইসব কুলাঙ্গারের বিরুদ্ধে। যারা সমাজকে প্রতিনিয়ত গিলে খাচ্ছে সেবার আড়ালে। কলম চালাবে সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে।