ভালুকায় মাছ শিকার করতে এসে যুবকের
ময়মনসিংহের ভালুকা থেকে ঘুরে এসে আব্দুর রহিম।
ময়মনসিংহ জেলা ভালুকা থানার স্কয়ার মাস্টারী বাড়ি আমতলী গ্রামে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ থেকে লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ।
গত (৬ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১২ টার সময় মৃত ব্যক্তির লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ মৃত ব্যক্তির বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার চকরাধাকানাই এলাকার মৃত তারা মিয়ার ছেলে জসিম (২২) সে মিরকি রোগে আক্রান্ত ছিলেন সে মাছ শিকার করতে এসে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
জসিম ও তার মা বোন নিয়ে ডুবালিয়াপাড়া কাদির মিয়ার বাড়িতে ভাড়া থাকে।
ভালুকা মডেল থানার সাব-ইন্সপেক্টর রঞ্জন বলেন লাশটি কোন বাদী না থাকায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।