ভালুকায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার।
শ্রীপুর থেকে আব্দুর রহিম
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা হবিরবাড়ী কাশর গ্রামের এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছে বলে জানা গেছে। যৌতুক না পেয়ে হাজী রহমুদ্দিনের ছেলে মিজানুর রহমান মিজান (৩২) স্ত্রী শান্তানার উপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড় কাশর থেকে ভালুকা মডেল থানার পুলিশ মিজানুর রহমান মিজান কে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সন্ধ্যায় কাশর তার দোকান থেকে। গ্রেফতার করে, পুলিশ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে।
নির্যাতনের শিকার গৃহবধূ জানান, প্রায় ১৪ বছর আগে মিজানের সঙ্গে তাঁর বিয়ে হয়।শান্তা আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীর সিটি গ্রামের আবু বক্কর সিদ্দিকীর মেয়ে সান্তানা আক্তার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী, শ্বশুর-শাশুড়ি প্রতিদিনই টাকার জন্য তাঁকে মারধর করতেন।
স্বামী মিজানুর রহমান মিজান প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন এবং ধর্ষণ মামলায় ও জেল খেটেছেন মিজান এবং নারী কেলেঙ্কারিতে ও একাধিক জড়িত থাকায় এসব বলতে গেলেই আমার উপর নির্যাতন চালায় এবং শ্বশুর শাশুড়ির কাছে বলেও কোন বিচার পাইনি।
দরিদ্র বাবার পক্ষে যৌতুক দেওয়া সম্ভব হবে না ভেবে সব নির্যাতন মুখ বুজে সহ্য করতেন। এ বিষয়ে শান্তানার বাবা আবু বক্কর সিদ্দিক প্রশাসনের দৃষ্টি কামনা করে।