মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
দেশ টিভি বাংলা প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কনকনে শীতে এই শীতে খেটে-খাওয়া গরীব, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। সমাজের এই সব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সাদ্দাম হোসেন অনন্ত’র সহধর্মিণী ফারহানা আক্তার সনিয়া ও সাথে সফরসঙ্গী ছিলেন তার একমাত্র পুত্র ফাউজান নূর ফাহিম।
ফারহানা আক্তার সনিয়া, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের তোফাজ্জল হোসের একমাত্র কন্যা।
তারা চেষ্টা করছেন সমাজের অসহায় ও দুঃস্থ মানুষদের শীত নিবারনের জন্য গরম কাপড় বিতরণ করার। তারই ধারাবাহিকতায় “এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফারহানা আক্তার সনিয়া ও তার ছেলে ফাউজান নূর ফাহিম’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ই ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের জৈনা বাজার, ধনুয়া, নগরহাওলা, আজুগীচালা, তরমুজপাড়া এলাকায় ঘুরে ঘুরে ২০০ শতাধিক অসহায়, দরিদ্র, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় (কম্বল) বিতরন করেছে ফারহানা আক্তার সনিয়া।
ফারহানা আক্তার সনিয়ার পক্ষ থেকে শুধু শীত বস্ত্রই নয়। মহামারি করোনা ভাইরাসের দুর্যোগ চলাকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করা সহ নানা রকম সেবামূলক কর্মকান্ডও পরিচালনা করেছেন।