নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের ১৯৬ জন উপকারভোগীদের মাঝে ২০২১-২২ অর্থবছরের জন্য ভিজিডি কার্ড বিতরণ করা হয়।
তেলিহাটি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে ও ইউপি সচিব হান্নান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, ইউপি সদস্য আফসার উদ্দিন, আইনুল হক, শফিকুল ইসলাম, মমতাজ উদ্দিন, নাছির উদ্দিন, তারেক হাসান বাচ্চু, হাজেরা খাতুন প্রমুখ।