নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে জুয়ার আসর থেকে ১৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আলীর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পরে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল আলী (৫০), আরিফ হোসেন (৩৩), সুজন মিয়া (৩৫), বাবুল মিয়া (৩৫), রাজ্জাক (৪৫), জাহাঙ্গীর (৪২), শরীফুল ইসলাম (২৫), সাইফুল ইসলাম (১৮), শামীম মিয়া (৩০), মোবারক (৩০), মতিন (৩৫), মজিবুর (৩৭), কাজল (৩৫), মুজিবুর (৩০), আবুল হাশেম (৪৬), হেলাল মিয়া (৪৮) ও রফিকুল ইসলাম (২৫)। তারা সবাই গাজীপুর সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় বসবাস করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ভবানীপুর এলাকার আব্দুল আলীর বাড়িতে প্রকাশ্যে জুয়া খেলার আসর বসেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে বাড়ির মালিকসহ ১৭ জুয়াড়িকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।