দেশ টিভি বাংলা প্রতিবেদক :
১৪ ফেব্রুয়ারি,র্যাব সদস্যকে চাপা দিয়ে চলে গেল মাদকবাহী ট্রাকটঙ্গী থেকে মাদকের বড় চালান গাজীপুরের মাওনার দিকে যাওয়ার খবরে আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুরের পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে রাস্তায় চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি চলতে থাকে। এর মধ্যে দ্রুতগতির একটি ট্রাক চেকপোস্টে গতিরোধের সিগন্যাল অমান্য করে চলে যায়। সন্দেহভাজন ট্রাকটিকে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন দুই র্যাব সদস্য। পথিমধ্যে মাদক ব্যবসায়ীরা ট্রাক থেকে একটি গাঁজার বস্তা রাস্তায় ফেলে দিলে একজন র্যাব সদস্য (সিনিয়র ডিএডি) তা নিজের হেফাজতে নেন। কিন্তু মাদক কারবারীদের বহনকারী ট্রাক আটক করতে মোটরসাইকেল নিয়ে একাই পিছু নেন কনস্টেবল এফএস ইদ্রিস।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সি স্টোর এলাকায় মাদক বহনকারী ট্রাকটির সামনে গিয়ে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দেন তিনি। কিন্তু চালক ট্রাক না থামিয়ে মোটরসাইকেলকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন র্যাব সদস্য ইদ্রিস।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ওই ঘটনা স্থানীয় এক ব্যক্তি দেখে তিনি মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পিছু নেন। পরে ট্রাকটি আটক হলেও ঘাতক চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
ভয়াবহভাবে মৃত্যুবরণ করা র্যাব সদস্য ইদ্রিসের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেল্লাই গ্রামে। তার বাবার নাম ইমান মোল্লা। ২০১১ সালে তিনি পুলিশে যোগদান করেন। সবশেষ র্যাবে আসেন ২০১৯ সালের ৩০ মে।
র্যাব মুখপাত্র বলেন, দেশকে মাদক ও জঙ্গিমুক্ত করতে গিয়ে আমাদের অনেক সদস্য নিহত কিংবা আহত হয়েছেন। এখন পর্যন্ত আমাদের ২৭ জন অকুতোভয় বীর সদস্য নিজেদের জীবন দিয়েছেন। এছাড়া প্রায় ৫৭০ জন সদস্য আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। তাদের প্রতি আমাদের অকৃত্রিম কৃতজ্ঞতা, অশেষ শ্রদ্ধা।