গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় আহত ৮ একজনের অবস্থা আশঙ্কাজনক থানায় মামলা!
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরের ৩৪ নং ওয়ার্ডের শরীফপুর এলাকায় অবৈধভাবে জমি দখল করতে এসে হাবিবুর শফিকুল বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালিয়ে আট নারী পুরুষকে আহত করেছে। এদের মধ্যে ছয়জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় গাছা (মেট্রো) থানায় মামলা দায়ের।
ঘটনার বিবরণে জানা যায়।শরীফপুর এলাকার স্থানীয় আব্দুল ছালাম এর সন্ত্রাসী পুত্র হাবিবুর, শফিকুল, ও মঞ্জুরুল এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী মোঃ সিরাজুল ইসলাম এর মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ করে বাঁশ,লাঠি পুঁতে দখল করার চেষ্টা করলে সিরাজুল ইসলাম তাদের বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসা সন্ত্রাসীরা সিরাজুল ইসলাম এর বাড়িতে ঢুকে এলোপাতাড়ি পিটিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সিরাজুল ইসলাম এর স্ত্রী, দুই ছেলে, ছেলের বউ,সিরাজুল ইসলাম এর ভাই ভাতিজাদের গুরুতর আহত করে।এবং হুংকার দিয়ে বলে যায় বাধা দিলে সবাইকে জানে মেরে ফেলবে।নাম প্রকাশ না করার শর্তে এলাকার একজন বলেন ঐই পুরো পরিবারটিই সন্ত্রাস এবং মাদকের সঙ্গে জড়িত। দ্রুত এদের বিচারের আওতায় আনা জরুরি।