ভালুকার মল্লিকবাড়ী বাজার নাঠ মন্দির নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন।
ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকায় ধর্ম মন্ত্রণালয়ের বাস্তবায়নে দশ লক্ষ টাকা ব্যায়ে মল্লিকবাড়ী বাজার নাঠ মন্দির নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৪ই ফেব্রুয়ারী রবিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী মল্লিকবাড়ী বাজারের মল্লিকবাড়ী বাজার জয়কালী ও দূর্গামন্দিরে নাঠ মন্দির নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই উদ্বোধন করেন আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি।অনুষ্ঠানে শ্রী দিলিপ কুমার বণিকের সঞ্চালনায়,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বজেন্দ্র দাস,গাজী মফিজ উদ্দিন মিলিটারি,গাজী জিন্নাত আলী,প্রভাষক খসরু মাহমুদ রণি,বাজার পরিচালনা কমিটির সভাপতি মোতালেব হোসেন মন্ডল,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হাবিবউল্লাহ সবুজ,মল্লিকবাড়ী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি রাকিব উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম খান,ইউপি সদস্য শামসুল হক,আবুল হোসেন,মোঃ সফিকুল ইসলাম, মোঃ কাজল মিয়া,মোঃ জুয়েল রানা,শ্রী রতন চন্দ্র,ব্যবসায়ী সামাদ,হরিদাস মন্ডল, শুশীল পাল সম্ভু,নিরঞ্জন সরকার,কমিটি বৃন্দের একাংশের মধ্যে প্রতিষ্ঠাতাঃ রাজীন্দ্র মল্লিক,শ্রী মতিলাল চক্রবর্তী,সভাপতি,শ্রী দিলিপ কুমার বণিক,সহ-সভাপতি,শ্রী সন্তোষ কুমার পাল,সাধারণ সম্পাদক,শ্রী বিশ্বনাথ চন্দ্র পাল,কোষাধ্যক্ষ,শ্রী রিপন বৈষ্ণব,সাংগঠনিক সম্পাদক,শ্রী কৃষ্ণ চন্দ্র পাল,ধর্ম বিষয়ক সম্পাদক,শ্রী ফালান চন্দ্র পাল,প্রচার সম্পাদক,শ্রী সােনাতন চন্দ্র পাল,নির্বাহী সদস্য,শ্রী স্বপন বৈষ্ণব,নির্বাহী সদস্য,শ্রী কমল বৈষ্ণব,নির্বাহী সদস্য,শ্রী নির্মল সরকার,নির্বাহী সদস্য বিশ্ব নাথ বৈষ্ণব সহ মল্লিকবাড়ী পালপাড়া সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।