নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের কাচারীপাড়া এলাকার গ্লোরী ফুটওয়ার লিমিটেড নামের জুতা তৈরির
কারখানার নারী শ্রমিককে ধর্ষনের অভিযোগে একই কারখানার জিএম নাজমুল হোসেন ওরফে পাভেলকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যপারে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, একই কারখানায় চাকরি করার সুবাদে
পাভেলের সাথে ঐ নারী শ্রমিকের পরিচয় হয়। এক পর্যায়ে ঐ নারী শ্রমিকের বেতন বাড়িয়ে দেওয়া ও পদোন্নতি দেয়ার প্রলোভন দেখিয়ে পাভেল তার ভাওয়াল মির্জাপুর কলেজপাড়া এলাকার ভাড়া বাসায় নিয়ে তার ইচ্ছার বিরেুদ্ধে একাধিকবার ধর্ষন করে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম, বাদীর অভিযোগে অভিযান চালিয়ে সকালে কারখানা থেকে ধর্ষককে গ্রেপ্তার করে। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান, অভিযোগ পেয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে । মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।