নিজস্ব প্রতিবেদকঃ
ভ্যালেন্টাইন ডে,বিশ্ব ভালোবাসা দিবসে একই সাথে দুই প্রেমিকের সাথে ঘুরাঘুরি করেছে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী। ভালোবাসা দিবসে সকাল থেকে বের হয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে একই দিনে সাবেক ও বর্তমান প্রেমিক দুই জনের সাথে ঘুরাঘুরি করছে ওই শিক্ষার্থী। ঘোরাঘুরি শেষে প্রেমিকের বাসায় বিয়ের দাবিতে অনশন করছে প্রেমিকা। ঘটনার পরপরই অভিযুক্ত দুই প্রেমিক পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর উত্তর পাড়া গ্রামে। ওই এলাকার নজরুল ইসলামের ছেলে নাঈম মিয়া (১৬) ও রুহুল আমিন বাবুর্চির ছেলে সোহেলের সাথে গত রবিবার সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় ওই শিক্ষার্থী ঘুরাঘুরি করেন। রাতের বেলায় গাজীপুর বাজারে স্থানীয়রা আটক করে ওই শিক্ষার্থীসহ দুইজনকে পরবর্তীতে গভীর রাতে এলাকাবাসী , বাবুর্চি রুহুল আমিন এর কাছে হস্তান্তর করে মেয়েকে। পরবর্তীতে ওই মেয়ে রাতে সোহেলের বাড়ি থেকে বের করে দিলে রাতের বেলায় নাঈমের বাড়িতে আশ্রয় নেই এবং বিয়ে করার দাবি জানান। অনশন নেওয়া ওই শিক্ষার্থী একই উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের খবির উদ্দিন এর মেয়ে,
সোমবার (১৫ ফেব্রুয়ারি ২০২১ ইং) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, অনশনে থাকা ওই শিক্ষার্থীর ইতিপূর্বে তার ফুফাতো ভাই গাজীপুরের বোর্ড বাজার এলাকায় সানোয়ারের সাথে বিয়ে হয়েছিল, সেই স্বামীর সাথে সেখানে কোনো সংসার করেনি। তবে তালাক হয়নি এখনো। সোহেলের সাথে প্রায় তার দুই বছর প্রেমের সম্পর্ক ছিলো। পরবর্তীতে নাঈমের সাথে প্রেম চলছে বলে জানায় প্রেমিকা। তবে একই দিনে একই সাথে দুজনের সাথে ঘুরাঘুরির কথা স্বীকার করেছে ওই শিক্ষার্থী।
এই ঘটনা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলেও জানা যায়, তবে এখন পর্যন্ত কোন ধরনের আপোষ মীমাংসা হয়নি।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এখন পর্যন্ত এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান ।