বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান মহোদয়ের আদেশ মোতাবেক, শ্রদ্ধেয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) জনাব মল্লিকা দে মহোদয় ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া সুলতানা মহোদয়ের নির্দেশনায়, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর জনাব শরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সুনজিত কুমার চন্দ মহোদয়ের প্রত্যক্ষ সহযোগিতায় আজ ১৬/০২/২০২১ খ্রিস্টাব্দ মৌলভীবাজার সদর উপজেলার ফতেমোবারকপুর সহ একাধিক মৌজায় ১নং খাস খতিয়ানভূক্ত ভূমির অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অবৈধ দখলকারীদের সরকারি ভূমি হতে উচ্ছেদ করে ভূমিতে লাল নিশান উড়িয়ে দেওয়া হয় এবং উদ্ধারকৃত ভূমি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
একাধিক স্থানে পৃথকভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সানজিদা রহমান ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রফিকুল ইসলাম।