বাউফলে খাল দখল করে পাকা ভবন নির্মাণ
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের জৌতা-অলিপুরা খালের অলিপুরা বাজার সেতু-সংলগ্ন দক্ষিন পাশে খালের জমি দখল করে স্থানীয় দুই ব্যক্তি পাকা ভবন নির্মাণ করছেন। এর আগেও ওই খালের অলিপুরা বাজার এলাকায় পাঁচ-ছয় ব্যক্তি খালের মধ্যে পাকা দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই অন্যরাও দখলের সাহস পাচ্ছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে সরেজমিনে দেখা গেছে, খালের মধ্যে পিলার নির্মাণের পর মেঝে ঢালাইয়ের কাজ শেষ করা হয়েছে। তার ওপর কয়েকজন শ্রমিক ইটের গাথুনির কাজ করছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. আবতের সরদার (৬৮) ও তার ভাতিজা আবদুল খালেক সরদার (৬৫) ওই পাকা ভবন নির্মাণ করাচ্ছেন।
আবদুল খালেক সরদার বলেন, তাদের জমি ভেঙে খালের মধ্যে চলে গেছে। তাদের জমিতেই তারা ভবন নির্মাণ করছেন বলেও তিনি দাবি করেন।
সরেজমিনে আরও দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।