নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ শ্রীপুর উপজেলা কমিটির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সাংবাদ কর্মীরা।
একবিংশ শতাব্দীর ২১তম বর্ষ ও মুজিব শতবর্ষের ২১শে ফেব্রুয়ারি আকর্ষনীয় ও স্মরণীয় একটি বছর। মুজিবর্ষের ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে বি এম এস এফ শ্রীপুর উপজেলা কমিটি পূর্ব প্রস্তুতি ও পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন শ্রীপুরে কর্মরত সাংবাদিকগণ।
স্মরণীয় ভাষা আন্দোলন দমন করতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলি চলে। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাঁদের স্মরণেই দেশবাসী ২১শে ফেব্রুয়ারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএসএফ-এর শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি
নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো: আব্দুল বাতেন বাচ্চুর নেতৃত্বে করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্হ্যবিধি মেনে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ টিভি বাংলার ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম জীবন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি সোহাগ রানা,দৈনিক গণজাগরণ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি বকুল হোসেন,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুল রহিম,দৈনিক একুশের বাণীপএিকার বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম, ক্রাইম একশন. এর উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আলামিন প্রমূক।