বার্তা বাজারের নোয়াখালির প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির’কে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ভালুকায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও রোডে এ কর্মসূচী পালিত হয়।
বার্তা বাজারের ভালুকা প্রতিনিধি আরিফুল হক পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা চেতনায় ভালুকা প্রেসক্লাব সভাপতি ও বিজয় টিভি’র প্রতিনিধি এ.বি.এম জিয়া উদ্দিন বাসার, ভালুকা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আর.টিভির প্রতিনিধি ফিরোজ খান, সাংবাদিক হাদিকুর রহমান হাদিস, মাই.টিভির প্রতিনিধি মর্জিনা আক্তার মনি, দেশ টিভি বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলা টিভির প্রতিনিধি খুরশেদ আলম জীবন, প্রাইম বাংলা টিভির প্রতিনিধি আশিকুর রহমান শ্রাবণ, ফাল্গুনি টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক ও সাংবাদিক সুজন খান প্রমুখ।
বক্তারা অপরাজনীতির স্বীকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।