ত্রিশালে জমির বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা স্বর্ণ টাকা নেওয়ার অভিযোগ
ত্রিশাল প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাউথ কান্দা গ্রামের জমি ও মামলার পূর্ব শত্রুতার জের ধরে অওয়ামিলীগ নেতা তোফাজ্জল হোসেন পিতা আবুল কালাম এর বাড়িতে হামলা হয়েছে। শুক্রবার রাতে মোমেন নেতৃত্বে রিজভী, রাব্বী উবুই পিতা সিরাজুল ইসলাম । ভারিতে এসে ১০ জন লুক দেশি অস্ত্র দাও লাঠি সাফল চাপাটি কুবা সহ আরো অচিনা অস্ত্র এদের হাথে ছিলু। সাথে ভাড়া টিয়া গুন্ডা নিয়া ওদের তোফাজ্জলের টিনের বেড়ার বসতঘরের টিন কেটে রুমে ঢুকে নিজঘড়ে ঠুকে সুনার চেইন কানের দুল গলাথেকে কানথেকে নিয়ে যাওয়ার অবিযোগ পাওয়াগেছে। শোকেসে থাকা ৯০ হাজার টাকা নিয়ে গেছে অবিযোক করেন মোফাজ্জল ও তার স্ত্রী । নারীসহ ৪ জন গুরুতর আহত হয় । সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রশ নিয়ে বাড়িতে হামলা করে। হামলার ব্যাপারে তোফাজ্জল নেতা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানার এসআই জানান বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিয়েছে। সরেজমিন তদন্তে এলাকাবাসী বলেন ঘটনা সত্য। পূর্বে বহুবার অদের উপরে আক্রমণ করতে চেয়েছিল।