অবস্থায় ঘুমিয়ে পড়ে ট্রাক চালক, নিহত ১ আহচলন্তত ৫
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ভালুকায় দুই ট্রাকের সংঘর্ষে আব্দুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরো পাঁচজন। নিহত ওই ব্যক্তি টাইলস্ মিস্ত্রি বলে জানা গেছে। তবে নিহতের ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২৫) সকাল দশটার দিকে উপজেলার সিডস্টোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।লাশ উদ্ধার করে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী। তিনি বলেন, একটি বালুবাহী ট্রাক উপজেলার সিডস্টোর মহাসড়কের কাচা রাস্তা ঘেষে দাড়িয়ে ছিলো। এ সময় আরেকটি চলন্ত ট্রাক পিছন থেকে এসে দাড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। তখন চলন্ত ট্রাকে থাকা টাইলস্ মিস্ত্রি আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ট্রাকে থাকা আরো পাঁচজন টাইলস্ মিস্ত্রি
গুরুতর আহত।
তিনি বলেন, ধাক্কা দেওয়া ট্রাকটির চালক গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। টাইলসের কাজ করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। তার পরিচয় খুঁজা হচ্ছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়ছে।