মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে আজ ২ মার্চ দেশব্যাপী যারা কলম বিরতি পালন করেছেন তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংবাদিকদের স্বার্থে আমাদের এই আন্দোলন অব্যাহত রাখা হলো।
সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার প্রাপ্তির সুযোগ দিতে হবে। ডিজিটাল আইন সংশোধন করে সাংবাদিকদের আওতামুক্ত রাখতে হবে।
যতদিন পর্যন্ত সাংবাদিকদের যৌক্তিক ১৪ দফা দাবি বাস্তবায়ন না হবে ততদিন আমাদের শান্তিপূর্ন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এই আন্দোলন-সংগ্রামের সাথে বিএমএসএফের সদস্য, যে সকল সাংবাদিক ও বন্ধুসংগঠন পাশে দাঁড়িয়ে সাহস যোগাচ্ছেন এবং যেসকল মিডিয়ায় সংবাদ প্রকাশ করে দাবিগুলো বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
আগামি যেকোন সংগ্রামে আপনাদের পাশে পেতে চাই। যেভাবে ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপি প্রতিবাদ সমাবেশ এবং ২ মার্চ কলম বিরতি পালন করে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। এভাবেই আমরা সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচারহীনতা সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই।
অযথা সাংবাদিক হয়রাণীর বিরুদ্ধে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে আমাদেরকে আরো সজাগ, দায়িত্বশীল, আন্তরিক, সোচ্চার ও প্রতিবাদী হতে হবে।
মনে রাখবেন, বিএমএসএফ আপনার-আমার সকল সাংবাদিকের কথা বলে। তাই বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে সংগঠিত রাখা আপনার নৈতিক দায়িত্ব মনে করি।
মুজাক্কির হত্যার বিচার অসম্পন্ন এবং সাংবাদিকদের ন্যায্য দাবি, অধিকার ও মর্যাদা রক্ষা না করে আমরা ঘরে ফেরবোনা। মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হোন, আমিন।