মোঃ আব্দুল বাতেন বাচ্চু, নিজস্ব প্রতিবেদকঃ
ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় গাজীপুরের শ্রীপুরে মোরশেদ নামে (৬) বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের বরকুল মান্দাইভিটা শামা মেডিকেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোরশেদ বরকুল এলাকার আমির হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় আল-মদিনা কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির ছাত্র ছিল।
স্বজনদের বরাতে স্থানীয় বাসিন্দা আশরাফ মোল্লা জানান, সড়কের পাশে বাড়ি হওয়ায় দুপুরে মোরশেদ মায়ের হাত ধরে রাস্তার সাথেই দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ মায়ের হাত ছেড়ে সে রাস্তায় উঠে যায়। একই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি অটো রিক্সা মোরশেদ কে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই শিশু মোরশেদের মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।