ভালুকার শাহিন আল মামুনকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত করায় সংবর্ধনা।
জীবন খান
ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকার মোঃ শাহিন আল মামুনকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত করায় সংবর্ধনা দেওয়া হয়েছে।৫ই মার্চ সকালে ওয়াহেদ টাওয়ারের সামনে এক সংবর্ধনার পর মটর সাইকেল বহরের নেতাকর্মীরা ডাকাতিয়ার আংঙ্গাগাড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা উত্তর মহানগর শাখার দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সামাদ্দার বাপ্পি।এসময় অন্যদের মধ্যে ৮নং ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মােঃ শামসুল হক মনি,যবলীগরের সাধারন সম্পাদক আব্দুল আল বাবুল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক মনি,প্রধান শিক্ষক আতিকুজ্জামান লস্কর বিএসসি, প্রভাষক আতাউর রহমান কামাল,আনিসুর রহমান (বিএ),যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরে আলম জিকু, আসাদুজ্জামান খান দুদু,যুবলীগ নেতা রবিউল হাসান লিটন,ভালুকা উপজেলা ছাত্রলীগের গন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ অনিক হাসান, শাহআলম সরকার, বাহাদুর ইসলাম স্বপ্ন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা সহ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।