নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্ব পাড়া এলাকার আব্দুল খালেক’র বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির ১টি টিনের ঘর ও ৬টি গরু পুড়ে যায়।
বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী সহযোগিতায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে গিয়ে জানাযায়, রাত ১০ টার দিকে গরুর গোয়ালে মসা তাড়ানোর জন্য খড় কুটা দিয়ে আগুন জালানো হয়, সেখান থেকে আব্দুল খালেক’র বসত বাড়ির টিনশেট ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
আব্দুল খালেক জানায়, গরুর গোয়ালে মসা তাড়ানোর জন্য খড় কুটা দিয়ে আগুন জালানো হয়, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুণে বাড়ির ১টি টিনের ঘর ও ৬টি গরু পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে ৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাত ১১টা ৩০মিনিটে আগুনের ফুলকি দেখতে পেয়ে আশ পাশের লোকজন ডাক চিৎকার করে আসলে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘন্টা পর আগুন নিভানো হয়।