যশোরের শার্শায় সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী অফিসারের সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
শার্শা উপজেলা প্রতিনিধি
শার্শা উপজেলায় নবাগত নির্বাহী অফিসারের সাথে আজ বুধবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শার্শা উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবীব। এসময় মতবিনিময় সভায় উপজেলার সাংবাদিক’রা উপস্থিত ছিলেন।
নবাগত নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, আমি জনগণের সেবক। জনগণের সেবা করতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। সেইসাথে উপজেলার প্রভূত উন্নয়ন অগ্রগতি ও আইন শৃঙ্খলা রক্ষায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকগণ উন্নয়নমূলক সম্ভবনাময়ী সকল কাজে প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।