মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদকঃ
প্রধান অতিথি হিসেবে ঘাসের বাজার উদ্বোধন করেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুমুখী গুণাবলীর অধিকারী আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন বাদশা।
১১ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা আমরাইদ বাজারে এ ঘাসের বাজার উদ্বোধন করা হয় ।
যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করে ইতিহাস এর পথে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নায়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ঘাসের বাজার উদ্বোধন করা হয়েছে ।
প্রথমেই গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম উকিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ঘাসের বাজার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি এমপি বলেন তুলা গরুর খাদ্য নয় , তুলা খাওয়ালে গরু স্ট্রোক করে মারা যায়। তাই আপনার ক্ষতিগ্রস্ত হবেন। গরুর যাবার কাটা প্রাণী তাই গরুকে ঘাস খাওয়াতে হবে । ঘাসের বিকল্প কোন খাদ্য নেই গরুর ।খামারিদের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন বেশি বেশি করে পতিত জায়গায় ঘাস লাগাতে হবে ।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আকরাম হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আশরাফ হোসেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বেলায়েত হোসেন, মাসুদুর হক ইকবাল, মনজুরুল আলম, শাহাবুদ্দিন,ভি এফ এ আরিফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ দর্জি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমির হামজা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন ।