মোঃ আব্দুল বাতেন বাচ্চু :
গাজীপুরের শ্রীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১১ টি রাস্তা ও ৩ বিদ্যালয়ের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
বুধবার দিনব্যাপী উপজেলার বরমী – নান্দিয়া সাঙ্গুন রাস্তা, বাপ্তা-কাওরাইদ রাস্তা সড়ক। বাপ্তা জিপিএস- গুন্নীঘর রেললাইন রাস্তা। কাওরাইদ ইউপিসি-লালপুকুরপাড় বাজার ভায়া শিমুলতলা রাস্তা। সোনাব কাওরাইদ-গলদাপাড়া সীমান্ত বাজার রাস্তা।
ধামলই জিপিএস- মফিজ মাস্টার বাড়ি রাস্তা। জৈনা বাজার কাওরাইদ রোডের কেরানি বাড়ি ভায়া নাটকের বাজার রাস্তা। বলদিঘাট বাজার – হয়দেবপুর ভায়া গলদাপাড়া বাজার রাস্তা। টেংরা তেলিহাটি ইউপিসি – বলদিঘাট বাজার রাস্তা। কাশিমপুর বাজার- বারতোপা ভায়া গলদাপাড়া জিপিএস রাস্তা।
কাওরাইদ ইউপিসি-লালপুকুর পাড় ভায়া শিমুলতলী বাজার রাস্তা। নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন ও জাহাঙ্গিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, ও বিধাই আবদার বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন।
এসময় উদ্বোধন অনুষ্ঠানগুলোতে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানআলহাজ্ব এড. সামসুল আলম প্রধান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাফি উদ্দিন মোড়ল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু,, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধিগন, দলীয় নেতা-কর্মীসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিরা এসময় উপস্থিত ছিলেন।