সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ।
পিন্টু কুমার সরকার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট ভুক্ত আসামীদের ধরতে গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব তৌহিদুল ইসলামের দিকনির্দেশনা মোতাবেক সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোঃ আব্দুল্লাহ হিল জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত), থানার সেকেন্ড অফিসার এস.আই সেলিম রেজা,সাব ইন্সপেক্টর মোঃ রায়হানুজ্জামান,মোঃ মোজাম্মেল হক,মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তাহসিনুর রহমান,মোঃ শামসুল ইসলাম,বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই দুলাল মিয়া ও সঙ্গীয় ফোর্স , সুন্দরগঞ্জ থানা এ এস আই আব্দুল জলিল, শফিকুল ইসলাম শফিক, রেজাউল ইসলাম, বাদল মিয়া, শাহাদাৎ হোসেন সহ পুলিশ সদস্যরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে, চরিতাবাড়ী গ্রামের মনছুর মন্ডলের ছেলে শহিদুল ইসলাম, পূর্ববৈদ্যনাথ গ্রামের বাবলু মিয়ার ছেলে শরিফুল ইসলাম, হাতীবান্ধা গ্রামের আঃআজিজের ছেলে মোঃ আব্দুর গফুর, হাতীবান্ধা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রহেদ আলী, বলরাম গ্রামের রমজান আলীর ছেলে মোঃ মতিউর রহমান, বলরাম গ্রামের আঃ সাত্তারের ছেলে মোঃ জয়নাল ইসলাম, ও মহির উদ্দিনের ছেলে ওয়াহেদুল ইসলাম। থানা পুলিশ সূত্রে জানা যায় সাত আসামীর প্রত্যকের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলায় ওয়ারেন্ট ছিলো। আজ আসামীদেরকে পুলিশি সহায়তায় জেল হাজতে পাঠানো হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোঃ আব্দুল্লাহ হিল জামান জানান ওয়ারেন্ট ভুক্ত আসামীদের ধরতে আমাদের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি সুন্দরগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।