নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আহাকি এলাকায় ঢাকা-রাজশাহী রেল সড়কে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই শিশু এবং কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকসহ তিন জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ মার্চ)গাজীপুর জেলার পৃথক দুটি স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকালে ঢাকা-রাজশাহী রেল সড়কে গাজীপুর মহানগরের আহাকি এলাকায় লাঠিম নিয়ে খেলা করছিল দুই শিশু এ সময় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়। নিহতদের আনুমানিক বয়স ১৩ থেকে ১৪ বছর। নিহত একজনের গায়ে কমলা রঙের টি-শার্ট এবং জিন্সের প্যান্ট, অপর শিশুর গায়ে ছাই কালার শার্ট ও জিন্সের প্যান্ট ছিল। নিহত দুই জনের সাথেই লাটিম লাঠিম ছিলো। তারা লাঠিম নিয়ে খেলা করছিলো বলে ধারণা করছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পরিদর্শক ( তদন্ত) মো: মালেক খসরু খান জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের সাথে লাটিম রয়েছে। ধারনা করা হচ্ছে শিশু দুজন ওই রেল লাইনের পাশে লাঠিম খেলতে এসে এ দুর্ঘটনায় স্বীকার হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
অপরদিকে,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার মৌচাক রেল স্টেশনের পশ্চিম পাশে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুল মান্নান জানান, পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহ গুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।