শ্রীপুর থেকে
আসন্ন ইউপি নির্বাচনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত ৫নং কাওরাইদ ইউনিয়ন পরিষদের নৌকা মনোনয়ন প্রত্যাশী,তরুন সমাজ সেবক,গরিবের বন্ধু,শিক্ষানুরাগী, বঙ্গবন্ধুর সৈনিক, দানবীর, বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উদীয়মান নেতা মো:সারফুল ইসলাম। শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে একটি নতুন মসজিদে যান।এবং উপস্থিত সকল মুসলীদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন,আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বলছি না আমি একজন মুসলিম হিসেবে বলছি,যারা অনেক পরিশ্রম করে শ্রম দিয়ে মসজিদ খানি,তৈরি করেছেন।এবং মানুষ কে নামাজ আদায় করার সুযোগ তৈরি করে দিয়েছেন।তাদের প্রতি আমার হাজার সালাম,আর এই মসজিদ খানি তিন/চার তলা বিশিষ্ট মসজিদ হবে একদিন,কারন স্বপ্ন মানুষের চেয়ে বড় নয়,বরং মানুষ স্বপ্নের চেয়েও বড়।আর এই মসজিদের উন্নয়নের জন্য আমার সহযোগিতা সব সময় আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ।মসজিদের উন্নয়নের জন্য নগত দশ হাজার টাকা দান করেন এবং খুব শীঘ্রই বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করে দেবেন।তিনি আরোও বলেন যে কোন সমস্যা বা যে কোন সহযোগিতা প্রয়োজন হলে তিনি পাশে থাকবেন।পরিশেষে সকলের কাছে দোয়া চেয়ে,আবারও সকলের প্রতি সালাম জানিয়ে উনার কথা শেষ করেন।