নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের দিঘাপতিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক রাজু নামে এক সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল দশটার দিকে বৃহস্পতিবার ওয়াই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়াইগ্রাম সোনালী ব্যাংকের কর্মকর্তা ও শিব দুর্গা গ্রামের নাদের আলীর ছেলে আব্দুর রাজ্জাক রাজু অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় ওয়াই মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স শেষ করে ৬ মাস আগে সোনালী ব্যাংকে কর্মরত ছিল রাজু। গত দুই মাস আগে পারিবারিক ভাবে বিয়ে করেন তিনি।
দরিদ্র পরিবারে রাজুর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।