মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড ভাংনাহাটি গ্রামে একটি ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ২৪ মার্চ বিকাল আনুমানিক ৫টায় স্থায়ীরা ধর্ষককে আটক করে শ্রীপুর মডেল থানায় সোর্পদ করে।
জানা যায় কিশোরগঞ্জ জেলার বাসিন্দা ও দুই কন্যার জনক শাহিন দির্ঘদিন পূর্বে কাজের সন্ধানে শ্রীপুর পৌরসভায় আসেন। শ্রীপুর আসার পর তিনি স্বপরিবারে ভাংনাহাটি গ্রামের স্থানীয় সোহাগের বাসা ভাড়া নেন। এমতাবস্থায় আজ বিকালে কোন এক সময় শাহিনের ছোট মেয়ে শারমিন(০৬) কে বাড়ী থেকে অদূরে পরিত্যক্ত স্থানে নিয়ে সাজিদ এর ছেলে কাওছার( ১৯ )ধর্ষনকালে শারমিনের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন আটক করে পুলিশে তুলে দেয।
এবিষয়ে শ্রীপুর মডেল থানায় কর্মরত এসআই নয়ন ভূইয়া জানান, আমি আজ ডিউটি থাকাকালীন সময়ে ডিউটি অফিসারের কলে উক্ত ব্যক্তিকে আটক করেছি। এখন মামলা চলমান।