স্টাফ রিপোর্টার
ভালুকায় ইয়াবাসহ নাজমুল ইসলাম (৩০) নামের এক কথিত সাংবাদিক আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে ২২মার্চ রাতে পৌরসভার বাসটেন্ড এলাকার মাটি ও মানুষ সমবায় সমিতির সামনে থেকে। ১৫ পিস ইয়াবাসহ আটককৃত নাজমুল ইসলাম উপজেলার রাংচাপড়া গ্রামের রহমত আলী ছেলে। সে ত্রিশাল প্রতিদিন পত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা ডট কমের চিফ রিপোর্টার হিসেবে কাজ করতেন।
তাছাড়া তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ভালুকা ব্লাড ডোনার সোসাইটির সাংগঠনিক সম্পাদক।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি শাহ্ কামাল আকন্দ জানান, ‘আটককৃত নাজমুল ইসলাম তালিকাভূক্ত মাদক ব্যাবসায়ী। দীর্ঘদিন যাবৎ তাকে গ্রেফতার চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০ (ক)/৪১ (মামলা নং ৪০/ ২৩/৩/২০২১), রুজু করা হয়েছে।