শাকিল শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের মো: রেজুয়ান হোসেনের ছেলে, সে ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সদস্য ও স্থানীয় একটি শিল্প প্রতিষ্ঠানে চাকুরী করেন। অভিযুক্ত মো: শাখাওয়াত হোসেন নয়ন শেরপুর জেলার নকল থানার নয়খা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। সে মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিকেল মোড় এলাকায় তুষারের বাড়িতে ভাড়া থাকে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নয়ন প্রায় সময়ই অপরিচিত লোকজনদের নিয়ে চন্নাপাড়া এলাকায় ইয়াবা বিক্রির পাশাপাশি সেবন করতো। এনিয়ে নয়নের সাথে শাকিলের কথাকাটাকাটি হয়। বুধবার রাতে শাকিল বাড়ি থেকে বের হওয়ার পরই শাকিলকে পথরোধ করে মোটরসাইকেলে লত তালা দিয়ে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা এসে শাকিলকে উদ্ধার করে নয়ন আটক করে পুলিশে খবর দেয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, মাদক বিক্রিতে বাধা দেয়ায় মারধরের ঘটনায় নয়নসহ অজ্ঞাত তিনজনকে আটক করে থানায় লিখিত অভিযোগ জমা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।