মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
বাংলাদেশকে উন্নয়ন রাষ্ট্রে উত্তরন করার জন্য বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। তারই ধারাবাহিকতায় বাল্য বিয়ে বন্ধ করার জন্য সচেতনতা থেকে শুরু করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করে মাতৃমৃত্য রোধ করে সফলতা পথে বাংলাদেশ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট)তাসলিমা মোস্তারী রাজবাড়ী ইউনিয়নে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধসহ ১০ হাজার টাকা জরিমানা করেন।
শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মালিপাড়া গ্রামে রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পিতা ফারুক হোসেন মাতা নাসরিন আক্তার এর কন্যা ফাহমিদা আক্তার (ছদ্মনাম) কে অপ্রাপ্তবয়সে বিয়ে দিচ্ছিলো।
২৮/৩/২১রবিবার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এরকম তথ্য আসলে তিনি নিজে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ সহ তাৎক্ষণিক ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমা সোস্তারী বলেন, বাল্যবিয়ে হচ্ছে তথ্য পেলে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে ১০ হাজার টাকা জরিমানা করি এবং তাদেরকে সচেতন করি।
বাল্যবিয়ে বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন পদক্ষেপকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।