মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং উ ন্নত প্রযুক্তির ব্যবহার করে অধিক উৎপাদন করে অর্থনীতির চাকা সচল রাখতে খামারিদের প্রশিক্ষণের ব্যবস্থা করে গাজীপুর ডেইরি ফার্মাস এসোসিয়েশন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী করোনাকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী যথাযথ স্বাস্হ্যবিধি মেনে
৩০ মার্চ মঙ্গলবার গাজীপুর জেলার সদরের পিরুজালী এলাকায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে ৪০০ জন খামারীদের এক মিলনমেলার আয়োজন করে প্রশিক্ষণের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও গাজীপুর ডেইরি এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ আকরাম হোসেন। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের বিভিন্ন প্রকার সুবিধা অসুবিধার কথা শুনেন এবং পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠান সমাপ্তির পূর্বে জনাব আকরাম হোসেন বাদশা সকল প্রশিক্ষণার্থীদের সাথে একসাথে মধ্যাহ্নভোজ করেন।
এবিষয়ে আকরাম হোসেন বাদশা বলেন, আমি একটা কথা বরাবরই দৃঢ়ভাবে বলি এবং বিশ্বাস করি যে খামারীরা ভালো থাকলে ভালো থাকব আমরা সবাই। আর এজন্য খামারিদের সনাতন ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে জ্ঞান-বিজ্ঞানের আধুনিক চিন্তাধারাকে আলিঙ্গন করে নেওয়ার ক্ষেত্রে আমাদের সবার একটুখানি প্রচেষ্টা দরকার। আর ভবিষ্যতে আরো বেশি সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা তৈরীর ক্ষেত্রে এটি অপরিহার্যও বটে।