জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মাস্ক ব্যবহার করা করে জনসম্মুখে অবাধে চলাফেরা করায় সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পথচারিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্হ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে পৌরশহরের হাসপাতাল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় দুই পথচারি কে ৪শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া সংক্রমণ প্রতিরোধ স্বাস্হ্যবিধি মেনে চলার জন্যে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর।