মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
বগুড়ার শেরপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও তিন পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ী কে আটক করেছে।
জানা গেছে, ০২ এপ্রিল গভীর রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামের মোঃ তৌহিদুল ইসলাম এর পুকুরপাড়ের ঘরের ভেতর থেকে মাদক দ্রব্য বিক্রি করার সময় এস আই আজাহার আলী, এ এস আই মহিদুল ইসলাম কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে আসামি (১) মো: শামীম (২৬) পিতা: মোখলেছ গ্রাম: আড়ংশাইল (২ ) মোঃ জুয়েল রানা (২৬) পিতা: আবদুল জলিল গ্রাম: রাজাপুর উপজেলা শেরপুর জেলা বগুড়া (৩) মোঃ লাবলু (২৮) পিতা মৃত গোলাম মোস্তফা গ্রাম পূর্ব ফুলমতি থানা ফুলবাড়ী জেলা কুড়িগ্রাম (৪) মোঃ আবু রায়হান (৩২) পিতা দুদু মিয়া গ্রাম আড়শাইল থানা শেরপুর জেলা বগুড়া।
এসময় তাদের নিকট থেকে দুই কেজি গাঁজা ও তিন পিচ ইয়াবা গাজা ও ইয়াবা বিক্রয়ের ৭০০০ টাকা উদ্ধার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, ‘ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।