নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছাগলে ফসলী জমিতে চাষ করা ধান নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্বাস আলীর স্ত্রী মজিদা খাতুন (৬০) গুরুতর আহত হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) আনুমানিক সকাল ১০.২০ মিনিটের সময় উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এবিষয়ে মজিদা খাতুনের ছেলে মোকলেছুর রহমান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ আলামিন হোসেন (২২), মোঃ মফিজ উদ্দিনের স্ত্রী আম্বিয়া খাতুন (৫০), মফিজ উদ্দিনের মেয়ে মোছাঃ শাহানাজ আক্তার (১৮), মোঃ শারফুল ইসলামের ছেলে রাজীব (১৯) পূর্ব থেকে বিভিন্ন কারন নিয়ে মোখলেছুর রহমানের পরিবারের সাথে শত্রুতা পোষণ করিয়া আসিতেছে। হঠাৎ আজ রবিবার (১৮-ই এপ্রিল) আনুমানিক সকাল ১০ টার দিকে উপরোক্ত বিবাদীগণের ছাগল এসে মোখলেছুর রহমানের ফসলি জমিতে চাষ করা ধান খায় এবং অধিকাংশ চাষ করা ধান নষ্ট করে ফেলে। পরে মোখলেছুর রহমানের মাতা মজিদা খাতুন ছাগল টাকে ধরে নিয়ে বিবাদীগণের বাড়িতে গেলে বিবাদীগণ তাকে কিছু বুঝতে না দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে। একপর্যায়ে বিবাদীগণ মজিদা খাতুনের মাথায় কাঁচি আঘাত করলে তার মাথার কিছু অংশ কেটে যায়। পরে মদিজা খাতুনের ডাক চিৎকারের এলাকার লোকজন এগিয়ে আসে এবং তাকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে।
পরে আহতবস্থায় মজিদা খাতুনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত ডাক্তার রেজি নং ২১৪৪/০৫ মূলে মাথার জখমের চিকিৎসা করেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ বিষয়ের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে, তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।