ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম, ঘটনাটি দেখতে দর্শনার্থীদের উপচে পরা ভীড়
মামুনুর রশিদ (মামুন):
ঠাকুরগাঁওয়ে অলৌকিক ভাবে লিচু গাছে আম ধরেছে। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অদ্ভুত এ খবর শুনে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন তা এক নজর দেখতে। প্রাকৃতিক ভাবে লিচু ফলের সাথে আমের ফলন হওয়ায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের সিংগিয়া মুটকি বাজার কলোনীপাড়া আব্দুর রহমানের বাড়ীতে।
জানা যায়, কলোনী গ্রামে বাসিন্দা মৃত. তছিরউদ্দীন এর ছেলে কাঠ ব্যবসায়ী আব্দুর রহমান (মুটকি) তার বসতবাড়ীর পাশে ৬ বছর আগে একটি বোম্বে লিচু ফলের গাছ রোপণ করে। গত শনিবার সকালে আব্দুর রহমান মুটকির নাতি হ্দয় লেবু গাছে পানি দিতে গিয়ে দেখতে পান লিছু গাছে আম। বিষয়টি নানাকে জানালে মুহুর্তের মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে যায়। খবরটি শুনে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন পুরুষ ও মহিলারা।
পঞ্চগড় থেকে দেখতে আসা হরেন্দ্র নামে এক ব্যক্তি জানান, লিচু গাছে আম, এমন একটি খবর ফেসবুকে দেখি। প্রথমে মনে হচ্ছিলো ফেসবুকে অনেক কিছু ভুয়া হয়। তাই আজ স্বশরীরে আসলাম। আসলে দেখে অবাক হলাম।
ভূল্লী থেকে আসা আসাদুল ইসলাম জানান, সবার মুখে মুখে শুনতেছিলাম লেচু গাছে আম। প্রথমে বিশ্বাস হচ্ছিলো না। এখন দেখে বিশ্বাস হচ্ছে। আসলেই এটা মহান আল্লাহ তায়ালার কুদরত।
স্থানীয় বাসিন্দারা বারেক বলেন, গাছের মালিক মুখে মুখে বিষয়টি সবাইকে বলতো কিন্তু সবাই মনে করতো হয়তো লিচু গাছে কলম করে আম গাছের চারা রোপন করেছে। কিন্তু তা নয়। আব্দুর রহমানের কথা শুনে এলাকার দু-একজন ব্যক্তি তা দেখতে গিয়ে অবাক হন। সত্যিই লিচু গাছে লিচু ফলনের সাথে তরতাজা আম ঝুলছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। কিছুক্ষন পর পর ওই ব্যক্তির বাসায় লোকজন ভীর করছে তা দেখা যায়।
গাছের মালিক আব্দুর রহমান (মুটকি) জানান, ৬ বছর আগে বসত বাড়ির পাশেই বোম্বে লিচু গাছের চারাটি রোপণ করি। পরিচর্চায় ৩ বছরের মাথায় ফল আসে। কিন্তু এবার লিচু গাছে প্রচুর পরিমাণে মুকুল আসে। এরই মধ্যে মুকুল থেকে লিচু ফল বড় হতে থাকে। গাছ পরিচর্চা করতে গিয়ে আমার নাতির চোখে পরে লিচু সাথেই একই ডালে একটি আমও হয়েছে। পরে বিষয়টি আশপাশে লোকদের জানালে তা ছড়িয়ে পরে। এখন এলাকার সবাই তা দেখতে ভীর করছে। তবে পুরো গাছে একটি আমই ধরেছে। এর বেশি চোখে পরেনি। আমি গাছটি সংরক্ষণ করার জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, লিচু গাছে আম ধরেছে। ঘটনাটি আমি শুনেছি। গাছটি পরিক্ষা নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।