মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
ঢাকা শুক্রবার ২৩ এপ্রিল ২০২১: প্রথিতযশা সাংবাদিক জাফর ওয়াজেদকে পিআইবির মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদকে দ্বিতীয় মেয়াদে নিযুক্ত করায় সরকারকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।
এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, তাঁর নেতৃত্বে বিশেষ করে মফস্বলের নতুন প্রজন্মের সাংবাদিকরা প্রশিক্ষনে অগ্রাধিকার পাবেন।
বিএমএসএফ লক্ষ্য করেছে ইতিপূর্বে পিআইবি একই সাংবাদিককে আট দশবার প্রশিক্ষন দেয়ারও নজীর রয়েছে। আমরা আশা করবো তাঁর দক্ষ নেতৃত্বে এই ধরনের অনিয়ম কঠোর হস্তে দমন করে নতুন প্রজন্মকে প্রশিক্ষনের আওতায় এনে দক্ষ সাংবাদিক গড়ে তুলতে অগ্রণী ভুমিকা রাখবেন।
একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষ এই সাংবাদিক ব্যক্তিত্বকে পিআইবিতে নতুন নিয়োগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।