মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্রী (১৬)অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের অভিযোগে ৯৯৯ ফোন করার দুই ঘন্টা পর উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। উদ্ধারকৃত স্কুলছাত্রী যশোর জেলার কোতোয়ালি থানার বসুন্দিয়া মোড় এলাকার মৃত জুলকার বিশ্বাসের মেয়ে। উপজেলার আবদার এলাকার জৈনাবাজার আফাজ মোক্তারের বাড়িতে ভাড়া থেকে ওই স্কুল ছাত্রী স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করেন। এরই মধ্যে স্থানীয় মৃত রফিকুল ইসলাম রবি শেখের ছেলে রাজীব শেখ ওই কিশোরীকে রাস্তা-ঘাটে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল।
শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে রাজীব সহ অজ্ঞাত-নামা আরও কয়েকজন লোক জোর পূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই রাতেই স্কুল ছাত্রীর বড় ভাই ৯৯৯ এ ফোন করে প্রশাসনের সহযোগিতা চাইলে শ্রীপুর থানা পুলিশের একটি দল রাজীবের বাড়ি থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরনকারী দলের প্রধান অভিযুক্ত রাজীবকে আটক করে।
এস আই নয়ন ভূইয়া জানান, এ বিষয়ে স্কুল ছাত্রীর মা মিতু ইয়াসমিন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আরও ৩/৪ জনকে অচেনা করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, উপজেলার আবদার এলাকার মৃত রফিকুল ইসলাম রবির ছেলে রাজীব (২৩), মৃত ইউনুস আলীর ছেলে মোঃ আলী (৫০),মৃত হুসেইন আলীর ছেলে মোঃ রুবেল (৩২),আয়েব আলীর ছেলে নাজমুল (২০)।
অভিযুক্ত রাজীব এর পরিবারের লোক জনেরা বলেন, এটা অপহরণ নয়,মেয়ে ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে দির্ঘ দিনের। ওই দিন ছেলে সাথে মেয়ে চলে আসছে, পরে রাতে ছেলের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল কিন্তু মেয়ের মায়ের অভিযোগে এবং মেয়ের বিয়ের বয়স না হওয়ার কারনে পুলিশ নিয়া গেছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় অপহৃত ঐ কিশোরীকে উদ্ধার ও প্রধান অভিযোক্ত রাজীবকে গ্রেফতার করা হয়েছে। এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।